দেখো, দেখতে পাও, লাশের মিছিল? যেন কোনো এক অদৃষ্টের নিষ্ঠুর বদান্যতার উদ্দাম খেয়ালে নিঃশেষ হয়ে আসা নক্ষত্রের শামিল। দেখো, ওই যে দেখো, ডানা ঝাপটায় বন্দী পাখি। শুধু শৃঙ্খলে গড়া সেই দুহাত দুনিয়াই জানে তার নির্ঘুম নিঃসঙ্গ রাতের আকুল কাকুতি। দেখো, চেয়ে দেখো, দূরে ছোরা হাতে অপেক্ষারত ঘাতক। তোমার রক্তের আস্বাদে পিপাসার্ত ক্ষুধিত নরককীটের মত তোমার ক্ষয়কাশে অট্টহাস্যে মহাপাতক| শোনো, শুনতে পাও, হাভাতের কান্না? যেন এক অসুরের নির্মম নির্দয় আঘাতে মিইয়ে যাওয়া সুরের নিষ্পিষ্ট বেদনা। শোনো, ওই যে শোনো, কে যেনো কড়া নাড়ে বাইরে। ন্যায়ের সৌপ্তিকপর্বের সমাপ্তি ঘটিয়ে অবতার হাজির আজ তোমার লুন্ঠিত দুয়ারে। শোনো, আবার শোনো, ডাক এসেছে অনিবার্য সংঘর্ষের। সীমানাহীন চক্রবালে রক্তিম সূর্যের মত জাগ্রত হয়ে শুদ্ধ কর, মুক্ত কর, অবসান ঘটাও এ অসীমচক্রের।
Comments
Post a Comment