যন্ত্র শিক্ষন - ১০১

 


"সিগময়েড নচ নাকি সিগমুন্ড ফ্রয়েড?"

"না না, সিগমা ফোর্স মে বি।"

"আরে ধুর ছাই। এসেছে আমার জানেওয়ালা!

সিগময়েড ফাংশন, শুনেছো হে নাম কোথাও?"

"বলিস কি? সে আবার কি?

মেট্রো রেলের জাংশন বুঝি?"

"ও রে অশিক্ষিত,করতে হয়নিতো রিগ্রেট

রিগ্রেশনের খপ্পরে পড়ে! তাই মুখে যত বড় বড় বুলি।"


"হ্যাঁ রে তুই স্বপ্নে ফিচার ফিচার করছিলি,

বেরিয়েছে আজ, প্রণয়ীকে নিয়ে, লাগবে নাকি?"

"মানে কি? ঠাট্টা নাকি? বোঝো এসবের কিছু?"

"দেখলি? বলেছিলাম। ওর নিজ মুখের স্বীকারোক্তি।

শেষমেশ হাইপোথ্যালামাসেই দূর্গতি।

এবার বোধহয় পুরোপুরি লোপাট বোধশক্তি!"

"কার মধ্যে কি আসছে তা কি জানতে পারি?"

"ওরে আমার কচি খোকা!! অবশ্যই। 

কেন স্বপ্ন ভুলে গেছ বুঝি?

হাইপোথ্যালামাসে সমস্যা, বলিয়াছো নিজ মুখে, 

আর আমি শুনিয়াছি নিজ কানে।"


"ধ্যাৎ, কি সব ছাঁইপাশ! আমার মিলে না হাইপোথিসিস, 

তা নিয়ে মরি আমি, আর শোনে কিনা!! 

বলি মাথার সাথে কি কানটাও গেলো জলাঞ্জলি?"


Comments

Popular Posts

Book Review (জাল - আবু ইসহাক)

জাগো সংগ্রামী

Lost in Hope