Book Review (জাল - আবু ইসহাক)

এরপর থেকে যখনি ক্রিপ্টোগ্রাফির কোনকিছু নিয়ে পড়বো কিংবা সামনে আসবে সমস্যা সমাধানে, এই বইটার কথা যে মাথায় ভেসে উঠবে তা নিশ্চিত করে বলতে পারি। প্রথম কোন বাংলা উপন্যাসে এভাবে একদম পাঠ্য বইয়ের মত করে কোন cipher text ( গুপ্ত সংকেতলিপি) decipher (পাঠোদ্ধার) করতে দেখলাম। বলতে গেলে পুরোপুরি বিজ্ঞানভিত্তিক এবং বাস্তবসম্মত গোয়েন্দা উপন্যাস। কোন অশেষ সিক্সথ সেন্স ওয়ালা গোয়েন্দা না, কোন ভাগ্যবান হিরো না, একটা সাধারণ ডিটেক্টিভ দলের জাল টাকা ছাপানোর জালিয়াতি চক্রকে অসীম ধৈর্য নিয়ে ধরার কাহিনীকে ঘিরে এত মারাত্মক একটা উপন্যাস। ১৯৫০ সালের এরকম জাল নোটের কিছু চক্রকে ধরার কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে লেখা এইটা। লেখক নিজে একজন ডিটেকটিভ ছিলেন এবং ১৯৫০ সালের কেস গুলায় তিনি নিজেই তদন্তে ছিলেন। তো ১৯৫৪ সালে প্রথম বইটা লিখলেও তা প্রকাশ করেন ১৯৮৮ তে। বইতে শুধু যে চোর-বাটপার ধরা নিয়ে তাই কিন্তু না, এখানে সুন্দর একটা প্রেমকাহিনী আছে, একটা সামাজিক সমস্যারও মজাদার উপস্থাপন আছে। নিজের কাছে মনে হয়েছে, "জাল" এক বসায় পড়ে ফেলার মত বই। এখন ব্যাপার হল এখানে যে পদ্ধতিতে সংকেতলিপির পাঠোদ্ধার কর...