Posts

Showing posts from 2020

যন্ত্র শিক্ষন - ১০১

Image
  "সিগময়েড নচ নাকি সিগমুন্ড ফ্রয়েড?" "না না, সিগমা ফোর্স মে বি।" "আরে ধুর ছাই। এসেছে আমার জানেওয়ালা! সিগময়েড ফাংশন, শুনেছো হে নাম কোথাও?" "বলিস কি? সে আবার কি? মেট্রো রেলের জাংশন বুঝি?" "ও রে অশিক্ষিত,করতে হয়নিতো রিগ্রেট রিগ্রেশনের খপ্পরে পড়ে! তাই মুখে যত বড় বড় বুলি।" "হ্যাঁ রে তুই স্বপ্নে ফিচার ফিচার করছিলি, বেরিয়েছে আজ, প্রণয়ীকে নিয়ে, লাগবে নাকি?" "মানে কি? ঠাট্টা নাকি? বোঝো এসবের কিছু?" "দেখলি? বলেছিলাম। ওর নিজ মুখের স্বীকারোক্তি। শেষমেশ হাইপোথ্যালামাসেই দূর্গতি। এবার বোধহয় পুরোপুরি লোপাট বোধশক্তি!" "কার মধ্যে কি আসছে তা কি জানতে পারি?" "ওরে আমার কচি খোকা!! অবশ্যই।  কেন স্বপ্ন ভুলে গেছ বুঝি? হাইপোথ্যালামাসে সমস্যা, বলিয়াছো নিজ মুখে,  আর আমি শুনিয়াছি নিজ কানে।" "ধ্যাৎ, কি সব ছাঁইপাশ! আমার মিলে না হাইপোথিসিস,  তা নিয়ে মরি আমি, আর শোনে কিনা!!  বলি মাথার সাথে কি কানটাও গেলো জলাঞ্জলি?"

অভ্যুত্থান

Image
তুমি এসেছিলে আমার স্বপ্নে, আমার হ্যালুসিনেশনে। আমার ধ্বনি আজ কন্টকিত, কুন্ডলিত হয়ে আসে চোখের মনি, যন্ত্রনা প্রতিটি ক্ষণে। সৃষ্টি থমকে দাঁড়ায়, তাকিয়ে দেখে এক বিষাক্ত মরিচীকায় দানা বেঁধেছে কিছু উশৃংখল কামনা। আর ক্ষুধার তাড়না ভূত হয়ে ঘর বাঁধে ওই দূর্ভাগার ঘাড়ে। লোলুপ দৃষ্টি হানে শকুনেরা অবিরত  কাঙালের ভান্ডারে, নিরাসক্ত নিরুপায় সজ্জন তাই দেখে হয় পরিশ্রান্ত, হয় হাহাকারেই ক্ষান্ত। শুধু প্রজ্জ্বলিত হয়ে ওঠে কিছু ভাবাবিষ্ট আবেগ। উন্মত্ত, ঝাঁঝাল, প্রকুপিত এক আলোড়ন, যার এক লহরীর প্রকম্পিত হিল্লোলে জাগ্রত হয় সহস্র নিনাদ সহস্র কল্লোলে। সেই অতীন্দ্রিয় সময়ে জেগে ওঠে মহাকাল,  সমাপ্তির ঘটায় প্রারম্ভ, যুগান্তরে লাগে দোল। সময়ের বুভুক্ষু গ্রাসে নিষ্পেষিত অত্যাচারী আজ নির্জিত, নিকৃত, ক্ষয়িত। তাই অতন্দ্র প্রহরীর অগণিত বিনিদ্র রজনীর  হয় অবসান। চৌহদ্দির গন্ডি আজ অতিক্রান্ত, ক্রান্তিলগ্নে  কাল, একাকার আজ সকল সীমা, সকল কান্ধা, সকল বাধা এই অসীম মহাযজ্ঞে। অভ্যুত্থান জ্বলতে থাকে এক চিরন্তন অগ্নিশিখার মত, যার অনল ছড়িয়ে পড়ে সকল স্থানে,সকল স্তবকে।

Lost in Hope

Image
  Hope to win over the crisis And to win over the darkness Which holds you from being yourself And pushes you into the madness. Of course, you know what to do No need to be so mad today After all, it’s your game And you know how to find the gem. So don’t come and show fake face You know the future you need to embrace Only foolish who fears to lose homage Are cursed with filth garbage. So don’t fear if you can’t fight It’s the destiny and none else might Take the actions to the nemesis And let it do it’s justice.